হোম / খবর / উত্তর ২৪ পরগণা / Success Story: ঘরের ছেলে বিলেতে গিয়ে পরামর্শ দিচ্ছেন যৌবন ধরে রাখার, চিনে নিন

Success Story: ঘরের ছেলে বিলেতে গিয়ে পরামর্শ দিচ্ছেন যৌবন ধরে রাখার, চিনে নিন

Success Story: থাকুন চিরযৌবন, পড়বেনা চুল, বিদেশে দিশা দেখিয়ে সাফল্য বাংলার যুবকের, বহু মানুষ ইতিমধ্যেই তার পরামর্শে সুফল পেয়েছেন বলেও জানান। চির যৌবন ধরে রাখতেও এখন অনেকেই যোগাযোগ করছেন সায়ন্তনের সঙ্গে।

  • Updated : APRIL 30, 2023, 4:14 PM IST
  • PUBLISHED BY : Debalina Datta

উত্তর ২৪ পরগনা: লন্ডন স্কুল অফ বিউটির উদ্যোগে হওয়া বিশেষ এক কর্মশালায় যোগ দিলেন বাংলার তরুণ কসমেটোলজিস্ট ও নান্দনিক পরামর্শদাতা (cosmetologist and aesthetic consultant) সায়ন্তন দাস। অল্প বয়সেই চুল উঠে যাওয়ার সমস্যা সহ ত্বকের বিভিন্ন সমস্যা দেখা দেয়। আর তা নিয়েই চর্চা করছেন সায়ন্তন। কিভাবে ত্বক এবং চুলের সমস্যার সমাধান সম্ভব, সেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেশে এমন কি বিদেশেও পড়াশোনা চালিয়ে যাচ্ছেন তিনি।

শুধু তাই নয় ইতিমধ্যেই লন্ডন স্কুল অফ বিউটির থেকেও তাঁর এই ত্বক এবং চুলের ওপর গবেষণার জন্য বিশেষ পুরস্কার পেয়েছেন বলেও জানান। লন্ডন ছাড়াও আরও বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যেই তার এই গবেষণার জন্য বিশেষ স্বীকৃতি দেওয়া হয়েছে। বিদেশের নানা বিশেষজ্ঞদের সঙ্গেও আলাপ আলোচনা ও কর্মশালার মাধ্যমে তার গবেষণার বিষয়টি উপস্থাপিত করে, প্রশংসা লাভ করেছেন।

আন্তর্জাতিক মানের এই কর্মশালায় বিদেশি নানা প্রযুক্তির বিষয়ও উঠে আসে, যা ত্বক এবং চুল সংক্রান্ত সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলেও মনে করছেন সায়ন্তন। এর মধ্যে দিয়ে মানুষের ত্বক এবং চুল নিয়ে যাবতীয় সমস্যার সমাধানের ক্ষেত্রে অনেকটাই উপকার হবে বলে মনে করছেন তিনি।

অনেকেই চুল উঠে যাওয়া ও ত্বকের সমস্যার কারণে হীনমন্যতা ও ডিপ্রেশনে ভুগতে থাকেন। শুধু তাই নয় মারণ রোগ ক্যান্সার আক্রান্ত রোগীদের চিকিৎসার ক্ষেত্রে দেখা যায় চুল উঠে যাওয়ার সমস্যা। ফলে, মানসিকভাবে ভেঙে পড়েন রোগীরা। সে ক্ষেত্রেও বিশেষ পদ্ধতির মাধ্যমে পাশাপাশি কাউন্সিলিং এর দ্বারা চুল এবং ত্বকের সমস্যা সমাধান করে রোগীকে মানসিকভাবে শক্তি জোগাতেও বিশেষ পদ্ধতি অবলম্বনের কৌশল রয়েছে কসমেটোলজিস্ট সায়ন্তন দাসের কাছে বলেও জানান।

এই সকল সমস্যা থেকে মানুষকে সুস্থ করে নিয়ে আসারই চেষ্টাই চালাচ্ছেন সায়ন্তন। ইতিমধ্যেই তিনি ত্বক এবং চুলের বিষয়ে নিয়ে সামাজিক সচেতনতা গড়ে তোলার জন্য নানা উদ্যোগ গ্রহণ করছেন। বহু মানুষ ইতিমধ্যেই তার পরামর্শে সুফল পেয়েছেন বলেও জানান। চির যৌবন ধরে রাখতেও এখন অনেকেই যোগাযোগ করছেন সায়ন্তনের সঙ্গে। 

Scan the code