Bengali News / West Bengal News / Kolkata News / Kolkata Young Cosmetologist Sayantan Das Felicitated In Uk For His Talent Good News

Cosmetologist in Kolkata : বিশ্বের দরবারে ফের সম্মানিত বাঙালি, ব্রিটেনে বিশেষ পুরস্কার পেলেন কসমেটোলজিস্ট সায়ন্তন

Produced By সুমন মাঝি | Lipi | Updated: 30 Apr 2023, 2:25 pm
​​লন্ডনে স্কুল অফ বিউটি’র কর্মশালায় বিশেষ প্রতিভার জন্য পুরস্কৃত হলেন কলকাতার স্বনামধন্য তরুণ কসমেটোলজিস্ট সায়ন্তন দাস।

হাইলাইটস

  • বহির্বিশ্বের কাছে ফের মাথা উঁচু হল বাঙালি
  • কলকাতার স্বনামধন্য তরুণ কসমেটোলজিস্ট সায়ন্তন দাস ব্রিটেনে পেলেন বিশেষ পুরস্কার
  • লন্ডন স্কুল অফ বিউটি’র কর্মশালায় তাঁর প্রতিভার জন্য বিশেষভাবে পুরস্কৃত করা হয় তাঁকে
West Bengal News : বহির্বিশ্বের কাছে ফের মাথা উঁচু হল বাঙালি জাতির। কলকাতার স্বনামধন্য ও তরুণ কসমেটোলজিস্ট ও অ্যাস্থেটিক কনসালট্যান্ট সায়ন্তন দাস ব্রিটেনে পেলেন বিশেষ পুরস্কার। লন্ডন স্কুল অফ বিউটি’র তত্ত্বাবধানে এক কর্মশালায় অংশ নিয়েছিলেন তিনি। সেখানেই তাঁকে তাঁর প্রতিভার জন্য বিশেষভাবে পুরস্কৃত করা হয়। লন্ডন ছাড়াও আরও চারটি জায়গায় তিনি স্কিল এক্সচেঞ্জ প্রোগ্রামে তিনি অংশ নেন। সেখানে উপস্থিত ছিলেন দেশ বিদেশের এই ক্ষেত্রের বিশারদরা। স্কটল্যান্ডের এডিনবরাতে অবস্থিত ভারতীয় দূতাবাসের একটি অনুষ্ঠানেও তিনি অংশ নেন ও সেখানেও তাঁকে সন্মানিত করা হয়। যা আজকের যুগে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন সায়ন্তন দাস। এছাড়াও সায়ন্তনের মতে, ক্যানসার বাহক বা ক্যানসার থেকে বেঁচে ওঠা রোগীরা আজকাল তাঁদের চিকিৎসা চলাকালীন প্রায় সমস্ত চুল পড়ে যাওয়ার কারণে ও ত্বকের ক্ষতি হওয়ার কারণে হীনমন্যতায় ভুগছেন, অনেকে ডিপ্রেশনেও চলে যাচ্ছেন। তাঁদের দরকার সঠিক কাউন্সেলিং। কসমেটোলজিস্ট সায়ন্তন দাস এই ধরনের আরও অনেক স্কিল এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নিয়েছেন। এবং এই স্কিল এক্সচেঞ্জ প্রোগ্রামগুলি তাঁকে আরও এগিয়ে যেতে ও অনেক কিছু শিখতেও সাহায্য করেছে বলে তিনি জানিয়েছেন। এর ফলে তিনি দেশ বিদেশের বিভিন্ন মানুষের মধ্যে ত্বক ও চুলের সমস্যা বা রোগ এবং তার প্রতিরোধ সম্পর্কে সচেতনতা বাড়ানোর কাজ শুরু করেছেন।

যা আজকের যুগে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন সায়ন্তন দাস। এছাড়াও সায়ন্তনের মতে, ক্যানসার বাহক বা ক্যানসার থেকে বেঁচে ওঠা রোগীরা আজকাল তাঁদের চিকিৎসা চলাকালীন প্রায় সমস্ত চুল পড়ে যাওয়ার কারণে ও ত্বকের ক্ষতি হওয়ার কারণে হীনমন্যতায় ভুগছেন, অনেকে ডিপ্রেশনেও চলে যাচ্ছেন। তাঁদের দরকার সঠিক কাউন্সেলিং।

সেই সঙ্গে কসমেটোলজির অত্যাধুনিক চিকিৎসা। এইসবের মাধ্যমেই ক্যানসার রোগীদের একটি সুস্থ ও সুন্দর জীবন দেওয়া যেতে পারে বলে মনে করেন কলকাতার এই তরুন কসমেটোলজিস্ট। আর খুব শীঘ্রই তিনি এই বিষয়ের ওপর বিশদে কাজ করতে চলেছেন।

সায়ন্তন মনে করেন এটি একটি মহৎ কাজ এবং এটি সামাজিক দায়বদ্ধতার মধ্যেই পড়ে। এই বিষয়ে কথা বলতে গিয়ে সায়ন্তন বলেন, “আমি ব্রিটেন তথা অন্যান্য দেশের অনেক মানুষের সঙ্গেই মিশে দেখেছি যে সেখানে ক্যানসারের কারণে এই ধরনের যে রোগ হয়, সেগুলি নিয়ে মানুষ যথেষ্ট সচেতন। এবার সময় এসেছে আমাদের দেশেও মানুষকে এটা নিয়ে সচেতন করার। তাই আমি কলকাতা থেকেই এই কাজ শুরু করতে চাই। আমার প্রাথমিক কাজ হবে কলকাতা তথা রাজ্যের মানুষকে সচেতন করা ও ভালো চিকিৎসার মাধ্যমে ক্যান্সার রোগীদের একটি সুস্থ ও সুন্দর জীবন দেওয়া।”

সায়ন্তন জানান, স্কিল এক্সচেঞ্জ প্রোগ্রামে তিনি ছাড়াও দক্ষিন ভারত থেকে আরও একজন কসমেটোলজিস্ট অংশ নিয়েছিলেন। কলকাতাতে ফিরে দমদমে তিনি তাঁর নিজস্ব ক্লিনিকও শুরু করতে চলেছেন বলে জানান সায়ন্তন।

Scan the code